বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের একছাত্রী শৃলতাহানীর অভিযোগ করেন। শুক্রবার রাতে থানায মামলা হয়। অমল বসুর পুত্র অভিযুক্ত অনিক বসুকে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।
বাগেরহাটের মুলঘর ইউনিয়নের রাজপাট (সোনাখালি) গ্রামের অনিক বসুর(২০)সাথে ঐ ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো।
ঘটনার বিবরনে জানা যায় পাঁচ(৫) মাস আগে ঐ ছাত্রীর মোবাইলে পরিচয় হয়।পরিচঢের সূত্র ধরে কথোপকথনের এক পর্যায়ে প্রেমের স্মপর্কে জড়িয়ে পরে দুইজন।ছেলেটি মেয়ের বাগিতে যাতায়ত করতে থাকে।১৩এপ্রিল বিকাল বেলায় বাড়িতে কেহ না থাকার সুযোগে জোরপূর্বক ধর্ষন করে এবং মোবাইলে ভিডিও করে রাখে।মেযেটিকে হুমকি দেওয়া হয় টাকা দেবার জন্য।অন্যথায় ভিডিও নেটে ছেড়ে দেওয়া হবে বলে জানায়।
অপর একটি সূর্এনিশ্চিত করে মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে। মেয়েটির সাথে অনিকের মনমালিন্য হঢ।ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে খারাপ ছবি পোষ্ট করে।
মেয়েটি ও তার পরিবার থানায় এসে অনিকের নামে মামলা করে।মামলা নং ১৭,তারিখ ১৭/০৪/২০২১।মামলার পর তাকে আটক করে এস আই নূর আলম।তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।মামলাটি তদন্তধীন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।