বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত আসামী হলেন-বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর (কবিরাজপাড়া) গ্রামের মোঃ মাহাবুর আলমের স্ত্রী ফেন্সি বেগম (৩৮) এই সূত্রে বিরামপুর থানা পুলিশ জানায়।
(৯ জানুয়ারি) রোববার সন্ধ্যা পৌনে ৬ টার সময় পৌর শহর এলাকা ঘাটপাড় ব্রীজের পশ্চিম পাশে এই অভিযান পরিচালনা করে বিরামপুর থানা পুলিশ।
বিরামপুর থানা সূত্রে জানা যায় যে,গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্তর দিক-নিদের্শনায় এসআই মোতাহারুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ রোববার সন্ধ্যা পৌনে ৬ টার সময় পৌর শহর এলাকা ঘাটপাড় ব্রীজের পশ্চিম পাশে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ফেন্সি বেগমকে গ্রেফতার করে থানা পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় বিরামপুর থানার মামলা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারায় রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান অব্যাহত রয়েছে। সু-নির্দিষ্ট তথ্য দিন, সেবা নিন বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।