২০১৯ সালে ইস্টার সানডেতে শ্রীলঙ্কার কয়েকটি গির্জা ও হোটেলে একযোগে বোমা হামলার ছক কষার দায়ে অভিযুক্ত ২৫ জনের বিরুদ্ধে ২৩ হাজারের বেশি অভিযোগ আনা হয়েছে। বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
তিনটি গির্জা ও তিনটি হোটেল লক্ষ্য করে চালানো ওই সিরিজ বোমা হামলায় ২৬৭ জন নিহত হয়। আহত হয় আরও প্রায় ৫০০ জন। আত্মঘাতী বোমা হামলাকারী আট জন সিরিজ হামলার সময়ই নিহত হয়।
সন্দেহভাজনদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র, হামলায় সহায়তা ও প্ররোচনা, অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহসহ ২৩ হাজারের বেশি অভিযোগ এনেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এক হাজার ২১৫ জন প্রত্যক্ষদর্শী।
সন্দেহভাজনদের আইনজীবীরা বিপুল সংখ্যক অভিযোগ ও সাক্ষীর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বিচারকে ‘একটি নিরর্থক চর্চা’ বলে মন্তব্য করেছেন। এটি কোনো ফল বয়ে আনবে না বলেও জানিয়েছেন তারা।
মামলাটির সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীরা সতর্ক করে দিয়ে বলেছেন, অভিযোগের ব্যাপকতা ও সাক্ষীর বিশাল তালিকার অর্থ হচ্ছে মামলাটি বছরের পর বছর ধরে চলবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।