তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় তিন নারীকে মারধরের ঘটনায় দাদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মিনার শেখকে (৩২) সহ ১২ জনের নামে বোয়ালমারী থানায় সোমবার (১ নভেম্বর) রাতে মামলা হয়েছে। মামলা নম্বর ১। এখন পর্যন্ত মামলার কোন আসামি গ্রেফতার নেই।
প্রসঙ্গগত রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বশক্রতার জের ধরে
মিনার শেখ গংরা প্রতিবেশি জালাল শেখের বাড়িতে হামলা চালিয়ে মারধর করে তিন নারীকে আহত করে। আহতরা হলেন, বন্যা বেগম (২৮),
জাহেদা বেগম (২৬), ছবুরা বেগম (৬০)। আহতদের মধ্যে বন্যা বেগমকে ফরিদপুর ও বাকি দুইজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় জালাল শেখ বাদি হয়ে যুবদল নেতাসহ ১২ জনের নামে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুব্রত কুমার রায় বলেন, নারীদের মারধরের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।