বড়াইগ্রাম,নাটোরঃ আজাদুল বারী নাটোরের বড়াইগ্রামে হেলথ কেয়ার ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মারিয়াম খাতুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় হেলথ কেয়ার ফার্মেসীর মালিককে কিছু মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা ও দেড় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। হাবিবুর রহমান বাবু বড়াইগ্রাম পৌরসভার ৫ নং ওয়ার্ডের রেজুর মোড় এলাকার ঈমান আলীর ছেলে। এ সময় উপস্থিত ছিলেন নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ আসলাম আলী মন্ডল। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মারিয়াম খাতুন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে হেলথ কেয়ার ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়।এ সময় মাদকদ্রব্য সহ তাকে আটক করা হয়।মাদকের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।