নানা অভিযোগে গ্রেফতার চিত্রনায়িকা পরীমনি, মডেল পিয়াসা ও মরিয়ম মৌসহ গ্রেফতার চার আসামিকে সিআইডি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপর দুই আসামি আওয়ামী লীগের পদ হারানো হেলেনা জাহাঙ্গীর ও শরিফুল হাসান মিশুকেও সিআইডি হেফাজতে নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক। তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীর ও মিশু ছাড়া অন্যরা এখন সিআইডি হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
” হেলেনা ও মিশুকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হবে। পরীমনি, পিয়াসা, মৌ, রাজ, শরিফুল হাসান মিশুর বিরুদ্ধে একটি করে মামলা এবং হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে করা দুটি মামলার তদন্তভার পেয়েছে সিআইডি। শুক্রবার এসব মামলার তদন্তের দায়িত্ব পেয়েই শনিবার তাদের বাসায় অভিযান চালায় সিআইডি। এই অভিযানে তাদের বাসা থেকে পাসপোর্ট, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইলসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।