মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় (৬ডিসেম্বর) সোমবার সন্ধায় দুই সার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, সরকারি নির্ধারিত মূল্য তালিকার অতিরিক্ত মূল্যে সার বিক্রি, সার ক্রয়কারীকে ক্যাশ মেমো না দেয়ায় দায়ে রাউতনগর বাজারের হাসান ট্রেডার্সের মালিক হাসান আলীকে ৫ হাজার টাকা এবং একই অপরাধে নেকমরদ বাজারের মেসার্স আল ইমরান ট্রেডার্সের মালিক বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল আলমকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকাসহ দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা।
এ সময় ভূমি অফিসের অফিস সহকারি ও মোবাইল কোর্টের পেশকার মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা বলেন, খবর পেয়ে দ্রুত এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, সরকার কর্তৃক নির্ধারিত মূল্য থেকে অধিক মূল্যে সার বিক্রি এবং ডিলাররা সার মজুদ রেখে সার সংকটের সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।