মাদককাণ্ডে গ্রেপ্তার কারাগারে বন্দি শাহরুখ পুত্র আরিয়ান খান। আজ বুধবার, ২০ অক্টোবর তার মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। আর ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে সব কাজ বাদ দিয়ে ছুটছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান।
তবে শুধু শাহরুখ না আরিয়ানের গ্রেপ্তারের প্রভাব পড়েছে সালমান খানের শ্যুটিংয়ে। বুধবার জেল থেকে আরিয়ান ছাড়া পাবেন কি না এই প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে। শাহরুখ আর গৌরি আশাবাদী যে ছেলে দীপাবলির আগেই বাড়ি ফিরবে। ছেলেকে ছাড়া বিষণ্ন সময় কাটছে তাদের মান্নাতে। এদিকে আরিয়ান গ্রেপ্তারের পর থেকে শাহরুখের পাশে দাঁড়িয়েছে সালমান খান। দুজনের অনেকবার ফোনালাপ হয়েছে। আরিয়ানের ছাড়া পাওয়ার ওপরেই নির্ভর করছে ‘টাইগার থ্রি’ এর ভাগ্য। আরিয়ানের গ্রেপ্তারের পরেই পাঠান এবং অ্যাটলির একটি সিনেমার শুটিং বন্ধ করেছেন শাহরুখ। সেই সাথে প্রভাব পড়েছে ‘টাইগার থ্রি’ সিনেমাতেও। ফলে আরিয়ান খান মুক্তি না পেলে তাদের সিনেমার কাজ আপাতত বন্ধ থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।