সবাইকে সহনশীল হওয়ার তাগিদ দিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পারস্পারিক সহনশীলতা না থাকলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নিয়োগ পাওয়ার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন।
নতুন প্রধান বিচারপতি বলেন, দেশবাসীর উদ্দেশে একটা কথাই বলার- আমি এদেশের নাগরিক। এদেশের মানুষ। সবাই সবার প্রতি সহনশীল থাকতে হবে। সহনশীলতা না থাকলে দেশের অনেক বেশি ক্ষতি হয়ে যায। সবাই যার যার চিন্তার বিষয় নিয়ে কথা বলবেন। সেক্ষেত্রে সহনশীলতা রাখতে হবে। এটা সবার কাছেই আশা করব।
ওবায়দুল হাসান বলেন, আরেকটি বিষয় হলো আমি আইনজীবীদের প্রতি আশা করবে তারা যেন আদালতের প্রতি সম্মান প্রদর্শন করেন। আদালতের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য তারা যেন অফিসার অব দ্যা কোর্ট হিসেবে দায়িত্বটা ঠিকমতো পালন করেন। আমি নিজেও আইনজীবী ছিলাম। আমি জানি আমাদের দেশে অনেক ভালো আইনজীবী আছেন।
এর আগে মঙ্গলবার দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান ওবায়দুল হাসান। বিকেলে আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক জনাব ওবায়দুল হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।