ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চরভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরী মফাজুল (১৮)এর রহস্য জনক মৃত্যু হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায় যে, হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউপির অন্তর্গত চরভিটা গ্রামের মোঃ আমির উদ্দিনের ছেলে মৃত মফাজুল চরভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাত পাহারা সহ সার্বক্ষণিক পাহারা ও স্কুলের অবকাঠামো দেখাশুনা করতো। আজ সকাল ৬টার সময় স্থানীয়রা স্কুল সংলগ্ন পুকুরের পশ্চিমপাড়ে তাঁর মরোদেহ দেখতে পায়।পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এবিষয়ে হরিপুর অফিসার ইনচার্জ আওরঙ্গজেব বলেন, চরভিটা স্কুল থেকে মফাজুল নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্ত চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।