মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সরকারী নির্ধারিত করা মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ সালের ২০/২ ধারায় জাহিদ ট্রেডার্স কে ২০হাজার টাকা, সার ব্যবসায়ী মানিক হোসেনকে ১০হাজার টাকা, জামাল উদ্দীনকে ৫০হাজার টাকা, ঈশাহাক আলীকে ২০হাজার টাকা, জাহাঙ্গীর আলমকে ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে হরিপুর উপজেলার বিভিন্ন বাজারে সার দোকানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন ও হরিপুর থানা পুলিশ৷ সাধারণ কৃষকরা এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও যেন এ অভিযান অব্যাহত থাকে তার জন্যে জোর দাবি করেছেন।