আবদুল আউয়াল মিন্টু ও ছেলে তাফসির মোহাম্মদ আউয়াল। ফাইল ছবি
প্যারাডাইস পেপারে নাম আসা মাল্টিমোড লিমিটেডের স্বত্বাধিকারী ও বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আউয়ালকে সতর্ক করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাকে সতর্ক করেন।
আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও সাকিব মাহবুব। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, তাফসির আউয়াল গত বছরের ৫ মে আদালতের অনুমতি নিয়ে তিন মাসের জন্য বিদেশ যান। এখনো দেশে ফিরে না এসে আইনজীবীর মাধ্যমে সময় বর্ধিত করার আবেদন করেন। তার আইনজীবী জানান তিনি বর্তমানে যুক্তরাজ্যে আছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তার আবেদন নিষ্পত্তি করে আদালত ভবিষ্যতে কোর্টের আদেশ সঠিকভাবে মানার জন্য সতর্ক করেন।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তাফসির আউয়ালের বর্তমান অবস্থা হলফ আকারে জানাতে বলেছিলেন। প্যারাডাইস পেপারে তার নাম আসার বিষয়ে দুদকে অনুসন্ধান কাজ চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।