অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড বহাল থাকায় উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করে ঈদুল ফিতরের পর আত্মসমর্পণ করবেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিম।

দণ্ড বহাল থাকায় হাজী সেলিমকে কারাগারে যেতে হবে। কারাগার থেকেই তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে নিয়মিত আপিল করবেন। সেসঙ্গে জামিন আবেদনও।

গতকাল সোমবার (২৫ এপ্রিল) তার আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা এ তথ্য জানান। তিনি বলেন, অফিসিয়ালি রায়টা আজকে কমিউনিকেট হয়েছে।

এটি এখন বিচারিক আদালতে যাবে। আমাদের ৩০ দিন সময় দেয়া হয়েছে। এ ৩০ দিনের মধ্যে কিছু সরকারি ছুটি আছে, সেগুলো ক্যালকুলেট করে আমরা বিচারিক আদালতে আত্মসমর্পণ পিটিশন দেব।

আমি আমার ক্লায়েন্ট (মক্কেল) হাজী মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা বলেছি। তিনি সব কিছু দেখে ঈদের পরই আত্মসমর্পণ করবেন। এ আইনজীবী আরও বলেন, ১০ বছরের কনভিকশন বহাল থাকায় আত্মসমর্পণের পর কারাগারে যেতে (হাজী সেলিমকে) হবে। এরপর সার্টিফাইয়েড অনুলিপি ও ওকালতনামা নিয়ে আপিল বিভাগে নিয়মিত আপিল করব। সেইসঙ্গে জামিনের দরখাস্ত করব।