রাজধানীর দারুস সালামের টোলারবাগ এলাকায় হারিসা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগের মামলায় স্বামী এহিয়া মোল্লার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এরআগে দারুস সালাম থানা পুলিশ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে। আসামির পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত এহিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে টোলারবাগ ৩ নম্বর গেটের খালপাড় প্রথম গলির একটি বাসায় স্ত্রী হারিসা বেগমকে হাতুর দিয়ে পিটিয়ে হত্যা করেন এহিয়া মোল্লা।
দারুস সালাম থানা পুলিশ জানায়, কয়েকদিন দিন ধরে এহিয়া মোল্লার সঙ্গে তার স্ত্রীর ঝগড়া চলছিল। শুক্রবার সন্ধ্যায়ও তাদের মধ্যে ফের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ঘরে থাকা হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন এহিয়া মোল্লা। এতে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। এসময় স্থানীয়রা এহিয়া মোল্লাকে ধরে ফেলে পুলিশে খবর দেন।
গ্রামের বাড়ির জমিজমা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জেরেই স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে জানায় পুলিশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।