হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণাকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর বসিলার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তার বাবার জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
ঢাকা গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিপন বলেন, সোমবার তার বাবা ঝর্ণাকে পাওয়া যাচ্ছে না মর্মে একটি সাধারণ ডায়েরি করেন। ডাইরির তদন্ত করতে গিয়ে ঝর্ণাকে আজ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।