এমভি অভিযান-১০ লঞ্চে আগুনে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানির জন্য আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিন ধার্য করা হয়েছে। গতকাল সোমবার (২৭ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চ শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
নৌ সচিব, বিআইডব্লিউটিএ ও লঞ্চ মালিককে এ মামলায় বিবাদী করা হয়েছে। এ মামলায় রিটকারী আইনজীবী হলেন সৌমিত্র সরদার। দায় করা রিটে লঞ্চে অগ্নিনির্বাপন ব্যবস্থা কেন পর্যাপ্ত ছিলো না- সেই মর্মে একটি রুল চাওয়া হয়েছে।
সেই সঙ্গে নিহত ও আহতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে চাওয়া হয়েছে। একইসঙ্গে বাংলাদেশে চলমান সারাদেশে লঞ্চ, জাহাজের ফিটনেস, রুট পারমিট, লাইসেন্স ও নিরাপত্তা সামগ্রীর হালনাগাদ তথ্য চেয়েও আবেদন করা হয়েছে। ১৫ দিনের মধ্যে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।