সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ইতিহাসে প্রথমবারের মতো একদিনে ১২টি মৃত্যুদণ্ড (ডেথ রেফারেন্স) মামলার নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্টের অবকাশকালে প্রধান বিচারপতির বিশেষ উদ্যোগে এসব মামলার বেঞ্চ গঠনের পর গতকাল বুধবার (৩০ মার্চ) এসব মামলার নিষ্পত্তি হলো।

আর এতে বাদীপক্ষ যেমন দ্রুত ন্যায় বিচার পেয়েছে তেমনি কনডেম সেলে বন্দি কয়েদিদের ন্যায় বিচার নিশ্চিত হলো বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। এই ১২ মামলার ৩৩ আসামির মধ্যে বিচারিক আদালত ২০১৬ সালের বিভিন্ন তারিখে ৩২ আসামিকে মৃত্যুদণ্ড এবং এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছিলেন।

পরে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলাগুলো হাইকোর্টে আসে। পাশাপাশি আসামিরা ফৌজদারি আপিল ও জেল আপিল করেন।

শুনানি শেষে হাইকোর্ট ১২টি মামলার নিষ্পত্তি করে ৩২ মৃত্যুদণ্ডের আসামির মধ্যে চারজনের মৃত্যুদণ্ড বহাল রেখে দুই আসামিকে খালাস দিয়েছেন। বাকি ২৬ আসামিকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আর যাবজ্জীবন দণ্ডিত আসামির দণ্ড বহাল রেখেছেন।

 

 

কলমকথা/ বিথী