মেক্সিকোর সবচেয়ে বড় মাফিয়া দলের প্রধান হোসে এন্তোনিও ইয়েপেজকে ৬০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তার বিরুদ্ধে দেশটির রাষ্ট্রীয় পেট্রোলিয়াম মজুদাগার থেকে বড় পর্যায়ের চুরির অভিযোগ ছিল।
এছাড়া মেক্সিকোর কেন্দ্রীয় গুয়ানাহুয়াতো প্রদেশে বিভিন্ন সহিংসতার পেছনে দায়ী ছিলেন তিনি। ২০২০ সালে তাকে গ্রেপ্তার করা হয়। নিজ দেশে এল মারো নামে পরিচিত ইয়েপেজ সান্তা রোজা দে লিমা মাদক গ্যাংয়ের প্রধান ছিলেন। এই গ্যাং মূলত গুয়ানাহুয়াতো প্রদেশে সক্রিয়। সেখানকার আরেক গ্যাং জালিসকো নিউ জেনারেশনের সঙ্গে নিয়মিত যুদ্ধ চলে ইয়েপেজের গ্যাংয়ের। প্রদেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে, ইয়েপেজ ও তার সহযোগীদের বিরুদ্ধে অপহরণের অভিযোগের সত্যতা পেয়েছে আদালত। দেশটির প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডরের অধীনে গ্রেফতার হওয়া সবথেকে বড় মাদক মাফিয়া এই ইয়েপেজই। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, মেক্সিকো থেকে সহিংসতা দূর করবেন। একইসঙ্গে রাষ্ট্রীয় তেল মজুদাগার থেকে তেল চুরি বন্ধেও কঠিন পদক্ষেপ নেবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।