![বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পল্লবীতে মামলা](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/04/মামলা-01.jpg)
বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পল্লবীতে মামলা
বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পল্লবীতে মামলা
রাজধানীর মিরপুরে বিএনপির সমাবেশে হামলার ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।
শুক্রবার পল্লবী থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৭৫ নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও জখম করার অপরাধে এ মামলা হয়।
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, মামলায় সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে মিরপুর ৬ নম্বর মুকুল ফৌজ মাঠে আওয়ামী লীগের হামলায় বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশ পণ্ড হয়। সমাবেশ কেন্দ্র করে দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিএনপির কয়েকশ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করছেন দলটির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।