তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী থানার ডহরনগর ফাঁড়ির এসআই কবির হোসেন সঙ্গীয় ফোস নিয়ে অভিযান চালিয়ে রবিবার (১২ মার্চ) রাত ৮টার দিকে তিন জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের নামে ৬ মাসের সাজা রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার রুপাপাত ইউনিয়নের সোতালিয়া গ্রামের মৃত চান মিয়ার মেয়ে মিতু (১৭), ফাতেমা (১৬) ও চান মিয়ার ম্যানেজার বনমালীপুর গ্রামের নাজমুল মিয়া (৪০)। নাজমুল মিয়া চান মিয়ার পাটের ব্যবসায়ীর ম্যানেজার ছিলেন। গ্রেপ্তারকৃতদের সোমবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, চান মিয়া ব্রাক ও জনতা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে। ওই টাকা পরিশোধ করতে না পারলে দুই প্রতিষ্ঠানই ২০১৭ সালে আদালতে মামলা করেন। মামলার পর ২০১৮ সালে চান মিয়া মারা যায়। মামলা নম্বর ১৭ ও ৩০।
এসআই কবির হোসেন বলেন, রবিবার সকালে অভিযান চালিয়ে নাজমুল মিয়াকে বনমালীপুর ও মিতু, ফাতেমাকে গোপালগঞ্জ থেকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেকের নামে ৬ মাসের করে সাজা রয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।