আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আবদুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রে একাধিক বাড়ির বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন এই রিট করেন। সেই সঙ্গে দুর্নীতি দমন কমিশনে সুমনের করা এই সংক্রান্ত আবেদন নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে রিট আবেদনটি চলতি সপ্তাহে শুনানি হতে পারে বলে জানিয়েছেন ব্যারিস্টার সুমন। এতে প্রধান নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, এনবিআরের চেয়ারম্যান ও স্বরাষ্ট্রসচিবকে বিবাদী করা হয়েছে।

ব্যারিস্টার সুমন বলেন, এমপি হওয়ার আগে বিদেশি পাসপোর্ট সারেন্ডার করতে হয়। কিন্তু গোলাপ এমপি হওয়ার পর তা সারেন্ডার করেছেন। এখানে জালিয়াতির বিষয়টি নির্বাচন কমিশন দেখবেন। আর গোলাপ নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে একাধিক বাড়ি কিনেছেন বলে গণমাধ্যমে প্রতিবেদন এসেছে। আমরা বিষয়টি অনুসন্ধান করতে দুদকে আবেদন করেছিলাম। দুদক কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট করেছি।

মো. আবদুস সোবহান মিয়া ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। গত ডিসেম্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান।এর আগে তিনি দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকও ছিলেন।