রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৫ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স কনফারেন্স রুমে আরএমপি’র মাসিক কল্যাণ সভা ও সদর দপ্তরে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

কল্যাণ সভায় উপস্থিত সদস্যগণ তাদের সমস্যাবলী পুলিশ কমিশনারের নিকট উত্থাপন করেন।পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং বাস্তবায়নে নির্দেশ প্রদান করেন।কল্যাণ সভায় পুলিশ কমিশনার পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

কল্যাণ সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল মো: নওশেদ আলীকে অবসরজনিত বিদায় সংবর্ধনার দেন।এসময় পুলিশ কমিশনার বিদায় অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং তাঁর অবসরকালীন সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

কল্যাণ সভা শেষে আরএমপি সদর দপ্তরে চলতি বছরের অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন ইউনিটের পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন।

এসময় বোয়ালিয়া মডেল থানার সোহরাওয়ার্দী হোসেনকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতি-সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ ও সিভিল স্টাফগণ।