ইয়াছির আরাফাত,বকশীগঞ্জ প্রতিনিধি (জামালপুর): জামালপুর জেলা বকশীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করেছেন। ৮ টি মামলায় ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতে।
২৫ সেপ্টেম্বর রোববার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা।
জানা গেছে, মোটরসাইকেল ও গাড়ীর বৈধ কাগজপত্র না থাকায় ৬ জনকে ৪ হাজার ৫শত টাকা জরিমানা করেন। ২ টি বালুর ট্রাকে পর্দা দিয়ে ঢেকে না রাখার অপরাধে ২ জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানা পুলিশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।