তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মুন্নি বেকারির মালিক আব্দুল কাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে ওয়াবদামোড়ে অবস্থিত মুন্নি বেকারিতে এ জরিমান করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসাইন। সহযোগীতায় ছিলেন, ফরিদপুর জেলার বিএসটিআই প্রকৌশলী পরিদর্শক মো. মাহমুদুল হাসান রানা।
আদালত সূত্রে জানা যায়, মুন্নি বেকারি বিএসটিআই এর অনুমোদন ও পন্যের প্যাকেটে মেয়াদের তারিখ না দেয়ার জন্য ২০১৮ সালের ২৪ এর ১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করাসহ পরবর্তী হুশিয়ারী সংকেত দেয়া হয়। পূণরায় এমন অপরাধ করলে ওই বেকারি সিলগালা করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।