সিএনজিচালিত অটোরিকশার সামনের দুই পাশে ‘ফ্ল্যাট লুকিং গ্লাস’ বা ‘সাইড ভিউ মিরর’ স্থাপনে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আইন অনুযায়ী বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছে হাইকোর্ট। এ বিষয়ে বিশেষজ্ঞ মতামত নিয়ে মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
দুই মাসের মধ্যে বিআরটিএকে আদেশ প্রতিপালন করে তিন মাসের মধ্যে হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এর আগে, ২০১৮ সালের ২৬ জুলাই যানবাহনের ফিটনেস সনদ নিয়ে জনস্বার্থে হাইকোর্টে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ। প্রাথমিক শুনানি নিয়ে গণপরিবহনের অভ্যন্তরীন ও বাহ্যিক ফিটনেস জরিপের জন্য বিশেষজ্ঞদের নিয়ে ১৫ সদস্য বিশিষ্ট একটি জাতীয় অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ ও রুল দেয় হাইকোর্ট। রুল বিচারাধীন থাকাবস্থায় একটি সম্পূরক আবেদনের ওপর শুনানি গত বছর ৩১ আগস্ট হাইকোর্ট আদেশ দেয়।
আদেশে মোটরযান বিধি, ১৯৪০ এর ১১৭ বিধি অনুযায়ী দুর্ঘটনা রোধে অটোরিকশার বাইরে সাইড ভিউ মিরর বা ফ্ল্যাট লুকিং গ্লাস স্থাপনের বিষয়টি তদারকি করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চায় আদালত। একই সঙ্গে লুকিং গ্লাস অটোরিকশার বাইরে না কি ভেতরে থাকবে সে বিষয়ে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগকে মতামত দিতে বলে হাইকোর্ট। এর ধারাবাহিকতায় ওই বিভাগের দুজন অধ্যাপক ও বিআরটিএ’র একজন প্রতিনিধির সমন্বয়ে একটি টিম গঠন করা হয়। গত ১৭ নভেম্বর তাদের প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। এর ধারাবাহিকতায় এ আদেশ আসে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।