সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে নিজের নাম গোষণা চেয়ে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৪ এপ্রিল) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এসময় আদালত বলেন, এ রিট গ্রহণযোগ্য নয়। আদালতে রিটের পক্ষে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ নিজেই শুনাতে ছিলেন। এর আগে গত ২২ মার্চ নিজেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
রিটে বাংলাদেশ বার কাউন্সিল আইন-২০১১ এর ধারা (৪) কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানান তিনি।
একইসঙ্গে সরকারি দল আওয়ামী লীগ সমর্থিত (বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ) সাদা প্যানেলে সভাপতি পদে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও বিএনপি সমর্থিত (জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম) নীল প্যানেলে সভাপতি পদে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলের প্রার্থিতা বাতিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়। রিটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।