ইউএস এম্ব্যাসী কর্তৃক প্রেরিত U. S. INDOPACOM Augmentation Team’s(PAT) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন

সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-

আজ ০৬/১২/২০২০ ইং ইউএস এম্ব্যাসী কর্তৃক প্রেরিত U. S. INDOPACOM Augmentation Team’s(PAT) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মিলন মাহমুদ, বিপিএম (বার) সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে তাঁদের সৌজন্য সাক্ষাৎ হয়। চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিষয়ক সামগ্রিক বিষয়ে আলোচনা হয়। তাঁরা বন্দর বিভাগের সদস্যদের ফার্স্ট এইড এবং ডিজাস্টার রেসপন্স বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদানে আগ্রহ প্রকাশ করেন। বন্দর বিভাগের আওতাধীন এলাকার বিভিন্ন কেপিআই এবং কেপিআই এলাকাসমূহের নিরাপত্তা সম্পর্কে তাদের সাথে মতবিনিময় কালে INDOPACOM টিমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন Major Remington Adams, Phillip Amiot, Captain Ryan Silveria ও Justin Halpern.