রাজধানীর মাতুয়াইলে সেন্টমার্টিন পরিবহনের বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহতের মামলায় চালক দেলোয়ার হোসেন দিনারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বজিৎ সরকার আসামিকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম এসব তথ্য জানিয়েছেন।
গত ২৩ জানুয়ারি দেলোয়ারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন রিমান্ড আবেদন নামঞ্জুর করে বাসটির হেল্পার কোরবান আলীকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ২১ জানুয়ারি ভোর সোয়া ৭টার দিকে মাতুয়াইলে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় একই পরিবারের চার সদস্য এবং অটোরিকশার চালক গুরুতর আহত হন। পুলিশ আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিলে আব্দুর রহমান বেপারী, তার মেয়ে শারমিন আক্তার (৩৮) এবং জামাতা রিয়াজুল ইসলামকে (৪০) মৃত ঘোষণা করেন চিকিৎসক। শারমিনের মেয়ে বৃষ্টি এবং অটোরিকশার চালক রফিকুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আব্দুর রহমান বেপারীর ছেলে নজরুল ইসলাম ওই দিনই যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।