শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ই-পেপার | আজকের পত্রিকা | আর্কাইভ | কনভার্টার অর্গানাইজেশন

তৃতীয় দফা বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হলো

খালেদা

এ নিয়ে তৃতীয় দফা বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হলো।

গত বছরের ১৫ সেপ্টেম্বর সরকার খালেদা জিয়ার কারাবাসের সাজা স্থগিত করে জেল থেকে মুক্তি দেয়ার আদেশ আরও ছয় মাস বাড়ায়। ১৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপনও জারি করেছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, খালেদা তার বাড়িতে চিকিত্সা পাবেন এবং তিনি এই সময়ের মধ্যে বিদেশে যেতে পারবেন না।

করোনা মহামারির কারণে তিনি চিকিত্সার জন্য কোনো হাসপাতালেও যাননি বলে জানা গেছে। তবে চিকিৎসকরা তাকে নিয়মিত বাড়িতে দেখা করে চিকিৎসা দিয়েছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার একটি বিশেষ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিলে, ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি তিনি কারাগারে যান।

হাইকোর্ট ২০১৮ সালের ৩০ অক্টোবর ওই মামলায় খালেদার আপিল খারিজ করে তার শাস্তি বাড়িয়ে ১০ বছর করেন।

দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।