পূর্বাচলের পাশে বিভিন্ন এলাকায় একাধিক হাউজিং কোম্পানি কর্তৃক জলাধার/খাল/বিল/নিচু ভুমি এর মাটি ভরাট ও দখলের উপর হাইকোর্টের দেয়া স্থিতাবস্থা অমান্য করায় আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোঃ মনজুরুল হাফিজ এবং পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম, গাজীপুর এর ডিসি আনিসুর রহমান এবং পুলিশ সুপার এস এম সফিউল্লাহ, রুপগঞ্জের ইউএনও শাহ নুসরাত জাহান, ওসি আতিকুর রহমান খান এবং কালিগঞ্জের ইউএনও সাদিকুজ্জামান, ওসি মাহফুজুর রহমান মিয়াকে এই নোটিশ প্রেরণ করা হয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ‘হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর প্রেসিডেন্ট হিসেবে গত ১২ ফেব্রুয়ারি ৮জনের বিরুদ্ধে নোটিশটি প্রেরণ করেছি।
উক্ত নোটিশে নোটিশদাতাদের বিরুদ্ধে হাইকোর্টের দেয়া ২০১৮ সালের ১২ নভেম্বর এবং ২০১৯ সালের ২৭ জানুয়ারির আদেশ অনুসারে স্থিতিবস্থার আদেশ নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহনের আনুরোধ জানানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।