শুধুমাত্র টাকার বিনিময়ে অভিযুক্ত সশ্রম যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত এক আসামির সাজা ভোগ করছেন আরেকজন। সেই যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসল আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সাজাপ্রাপ্ত আসামির নাম সোহাগ। বর্তমানে যিনি সাজা ভোগ করেছেন তার নামও সোহাগ।
রোববার (৩০ জানুয়ারি) দুপুরে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এতথ্য নিশ্চিত করেন।খন্দকার আল মঈন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ জানুয়ারি) রাতে মিটফোর্ড এলাকার থেকে সাজাপ্রাপ্ত আসল সোহাগকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সংবাদ সম্মেলনে পরে বিস্তারিত জানানো হবে।
র্যাবের তদন্তে জানা গেছে, টাকার বিনিময় আসল সোহাগের পরিবর্তে কারাগারে আটক আছেন অন্য এক সোহাগ। এরপরই তদন্ত শুরু করে র্যাব। তদন্তে নিশ্চিত হওয়ার পর আসল সোহাগকে গ্রেপ্তার করা হয়।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।