মোবাইলের নেটওয়ার্কসহ মান সম্মত সেবা নিশ্চিত করতে কোম্পানীগুলোর বিরুদ্ধে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তা ৬০ দিনের মধ্যে বিটিআরসিকে প্রতিবেদন আকারে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে মোবাইল ফোনের নেটওয়ার্কসহ মানসম্মত সেবা নিশ্চিতে কোম্পানীগুলোকে বাধ্য করতে বিটিআরসির নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার (২২ নভেম্বর) বিচারপতি মো: মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো: কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ এসব আদেশ দেন।