শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগ‌ঞ্জে আসন্ন কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন পরিষদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে উঠান বৈঠক অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শ‌নিবার সন্ধ্যায় উপ‌জেলার চনপাড়া এলাকায় এ উঠান বৈঠ‌কের আয়োজন ক‌রেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রা‌সেলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান।

উক্ত উঠান বৈঠকে শেষ রাসেল নগনের ৭ নং ওয়ার্ডবাসী দাবি করেন চনপাড়ায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বজলুল মেম্বারের বিকল্প আর কেউ নেই। তাই আগামী কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচনে ৯ নং ওয়ার্ডে মেম্বার পদে শেখ রাসেল নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান কে আবারও বিপুল ভোটে জয়যুক্ত করে মেম্বার হিসাবে পেতে চায় এলাকাবাসী।

এসময় উঠান বৈঠ‌কে উপস্থিত ছিলেন , চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের সভাপতি বাদশা মিয়া,সাধারণ সম্পাদক মোঃ আনিস মল্লিক,চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ইমাম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শেখ মোঃ আজিজুর রহমান, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ৭নং ওয়ার্ড মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন,

ব্যবসায়ি মজিবুর রহমান,চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি ডাঃ মোঃ আনোয়ার হোসেন চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন মাদক নির্মুল কমিটির আহবায়ক জয়নাল আবেদিন,

মাদক নির্মুল কমিটির যুগ্ম আহবায়ক মোঃ জাকির সিকদার, সহ যুগ্ম আহবায়ক মোঃ সপন বেপারি, কালা চান মিয়া, খান মোঃ আলী, ডাঃ সোলাইমান বেপারি, লিটন, ছাত্র লীগের সভাপতি মোঃ আরাফাতসহ চনপাড়া শেখ রা‌সেল নগর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহ‌যোগী অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।