মামুনুর রহমান, পাবনা: পাবনার আটঘরিয়া পৌরসভার মেয়র পদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র শহিদুল ইসলাম রতন।

রোববার গণভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড তাঁকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার অনুমতি দেন। নির্বাচনের জন্য নৌকা প্রতীকের মনোনয়ন পেতে পৌরসভা থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোট ৬ জন।

মনোনয়ন পাওয়ার পর মুঠোফোনে শহিদুল ইসলাম রতন বলেন, ‘নির্বাচনে বিজয়ী হয়ে আটঘরিয়া পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব।

’জানা গেছে, আটঘরিয়া পৌর এলাকা থেকে এবার দলীয় মেনোনয়ন চেয়ে মোট ৬ জন মনোনয়ন জমা দেন। এদিকে দলীয় মনোনয়ন ঘোষনার পর আজ দুপুরে আটঘরিয়া ও দেবোত্তর বাজারে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে মিষ্টি বিতরণ করা হয়।