ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের নানান দিক নিয়ে বিশিষ্টজনদের সঙ্গে নির্বাচন কমিশনারদের সভা চলছে। আজ রোববার সকাল ১০টায় এ সভা শুরু হয়।
সভায় অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞসহ আরও কয়েকজন বিশিষ্টজন। জানা গেছে, সভায় গত ২৭ ডিসেম্বরে রংপুর সিটি নির্বাচনে ভোট গ্রহণে ধীরগতির বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা হবে। এ ছাড়া ইভিএম মেশিন রক্ষণাবেক্ষণের বিষয়টিও থাকবে আলোচনায়।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ছাড়াও সভায় উপস্থিত আছেন নির্বাচন কমিশনার ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর এবং মো. আনিছুর রহমান।
বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত আছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, বুয়েট শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, তথ্য বিশেষজ্ঞ মাহফুজ আহমেদ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।