আসন্ন ইউনিয়ন পরিষদের ষষ্ঠ ধাপের নির্বাচনে শায়েস্তাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী মনোনয়নপত্র দাখিল করেছেন।

গতকাল সোমবার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন।

একই ইউপিতে তার স্ত্রী আছমা আক্তার লাকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, স্বামী-স্ত্রী মনোনয়ন দাখিল করেছেন।