পাবনা জেলা প্রতিনিধি: আগামী ২৮ শে নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে ঘিরে ঈশ্বরদীর বিভিন্ন ইউনিয়নে ছড়াচ্ছে নির্বাচনী উত্তাপ । প্রতীক বরাদ্দ হওযার পর থেকেই প্রার্থীদের প্রচার – প্রচারণা ইতিমধ্যে শুরু হয়েছে। গ্রামে , পাড়ায় – মহলায় চেয়ারম্যান , মেম্বার প্রার্থীরা ন রকমভাবে চালাচ্ছেন তাদের গণসংযোগ ।
জয়ের আশা ব্যক্ত করছেন সকলেই । পছন্দের প্রার্থীর জনপ্রিয়তার জানান দিতে সন্ধ্যা হলেই , পাড়া মহলার অলিগলিতে বিভিন্ন মোটরসাইকেল শো – ডাউন পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছেন রাস্তার দু’পাশ । দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে মাইকিং । প্রত্যেক প্রার্থীর রয়েছে আলাদা আলাদা নির্বাচনী অফিস ।
এদিকে রাতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময়ও করছেন সকল প্রার্থী । মোড়ে মোড়ে রাস্তা – ঘাটে চায়ের দোকানে প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা – সমলোচলার ঝড় । কে হবেন আগামীদিনের জনপ্রতিনিধি ? কতটুকুই বা কাজ করবেন জনসাধারণেরর জন্য ?
তবে নির্বাচনে শোগানে দফায় ফায় চলে নির্বাচনে উত্তপ্ত জয়ী হওয়ার আগেই প্রার্থীরা এলাকার রাস্তা – ঘাটের উন্নয়নসহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি ।
বর্তমান ছলিমপুর ইউপির ৬ নং ওয়ার্ড সদ্য ( তালা প্রতিকের ) আক্তারুল ইসলাম জানান , বিগত পাঁচ বছরে অনেক উন্নয়নমূলক কাজ করেছি এই ওয়ার্ডে । রাত নেই , দিন নেই যখন মানুষ প্রয়োজন মনে করেছে তখনই তাদের পাশে দাড়িয়েছি । আশা করছি ভোটের মাধ্যমে এই ওয়াছের মানুষ তার প্রতিদান দিবে ।
ছলিমপুর ইউপির ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল গণি ( মোরগ মার্কা ) বলেন , আমাদের ওয়ার্ডে অধিক মেম্বার প্রার্থী রয়েছে , এরই মধ্যে মেম্বার প্রার্থী ও সমর্থকদের মধ্যে চলছে টানটান উত্তেজনা । তাই আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করি । দাশুড়িয়া ইউপির ৬ নং ওয়ার্ড ভোট কেন্দ্র মাড়মী সুলতান পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
উক্ত ৬ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোট তিনজন । একে অপরের পোষ্টার ছিঁড়াসহ চলছে এক পক্ষ আরেক পক্ষকে হুমকি ধামকি দেয়ার অভিযোগ।ইতি মধ্যে প্রসাশন গিয়ে তিন মেম্বার প্রার্থীকে নিয়ে চালাচ্ছে বৈঠকের পর বৈঠক যাতে নির্বাচন কেন্দ্রে কোন সহীংশতা না ঘটে । এর মধ্যেও থেমে নেই টানটান উত্তেজনার ভাব ।
উল্লেখ্য , বিগত নির্বাচনে উক্ত কেন্দ্রে ভোটারদের ভোট দিতে বাধাসহ নানা ধরনের হুমকির ঘটনাও ঘটেছে । অপ্রীতিকর ঘটনা রোধে ২৮ তারিখ নির্বাচনে মারমী সুলতানপুর থেকে দরগা বাজার পর্যন্ত রাস্ডয় পুলিশি টহলের দাবী জানিয়েছে সাধারন জনগণ ।
দাশুড়িয়া ইউপি’র ১ নং ওয়াডের ভোট কেন্দ্র দাশুড়িয়া ডিগ্রী কলেজ । এ কেন্দ্রেও বিরাজ করছে ঠান্ডা উত্তেজনা । পিছিয়ে নেই ৭ নং ওয়ার্ডও পাকশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডেও মেম্বার মেম্বারে হয়েছে মারধর । মুলাডুলি ইউপি’র ৮ নং ওয়ার্ড পতিরাজপুর মালিথাপাড়া ভোট কেন্দ্রেও রয়েছে ঝুঁকিপূর্ণ । রয়েছে এ কেন্দ্রে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা । তবে ভোটাররা বলছেন সংঘাত নয় , প্রতিযোগিতা থাকুক । এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা ।