মামুনুর রশীদ মামুন ,কুড়িগ্রাম: সারাদেশের ২য় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে কুড়িগ্রাম জেলায় ১ম পর্যায়ের ভোট গ্রহন শুরু হয়েছে। জেলার ভূরুঙ্গামারী উপজেলার ৭টি ইউনিয়নে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকালেই পৌছানো হয় ব্যালট পেপার। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত। এ উপজেলার ৭টি ইউনিয়নে মোট ৬৭টি কেন্দ্রের ৩৩৩টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে ।
প্রতিটি কেন্দ্র অস্ত্রধারী পুলিশ, আনসার সদস্যরা মোতায়েন থাকবেন। এছাড়াও টহলের জন্য ৩ প্লাটুন বিজিবি, ৩টি ভ্রাম্যমান আদালত, পুলিশের নেতৃত্বে ৩টি স্টাইকিং ফোর্স ও ১ প্লাটুন র্যাব সদস্য টহলে রয়েছে। এ উপজেলার ৭টি ইউনিয়নের মোট ভোটার ১ লাখ ১৫হাজার ৪৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৬৫৮৬ জন নারী ভোটার ৫৮৮৫০ জন।
মোট প্রার্থী ৩২৮ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৫ জন, সংরক্ষিত সদস্য পদে ৮৪জন ও সাধারন সদস্য পদে ২০৯জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বলেন,নির্বাচন সুষ্ঠ করতে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। আশাকরি ভোট সুষ্ঠভাবেই হবে ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।