মোঃ সেলিম রেজা,কেশবপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৯০, যশোর-৬ (কেশবপুর) আসনে নৌকা মার্কার হেভি ওয়েট প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন চাকলাদারকে ৯ হাজার ৬৭৮ ভোটে পরাজিত করে বিজয় লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ আজিজুল ইসলাম।

মোঃ আজিজুল ইসলাম একেবারে তরুণ রাজনীতি
বিদ । আজিজুল ইসলামের পক্ষে কেশবপুরের তরুণ সমাজ কঠোর পরিশ্রমের মাধ্যমে এই বিজয় ছিনিয়ে নিয়ে এনেছে। সাধারণত তরুণ ভোটারদের ভোটের মাধ্যমে এই জয় জয় কার।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়।
ভোট গ্রহণের পর গননা শেষে ভোটের ফলাফল ঘোষণা করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ তুহিন হোসেন।
এবারের দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেন মোঃ শাহীন চাকলাদার, কাঁচি প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থীতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমির হোসেন ও জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে জি এম হাসান।
৯০ যশোর-৬ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২,১৭ হাজার ৯২৪জন। (মোট ভোট কেন্দ্র ৮১ টি) ভোটাধিকার প্রয়োগ করেছেন ১,০৮ হাজার ৩১৭। বৈধ ভোটের সংখ্যা ১,০৬ হাজার ৬৫। ভোট বাতিল হয়েছে ২হাজার ২৫২ টি।
উল্লেখ্য মোঃ আজিজুল ইসলাম যশোর জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।
এবং ভোটের জন্য মানুষের প্রতিটা দ্বারে দ্বারে যান।
মোঃ আজিজুল ইসলামের রাজনীতিতে প্রবেশ করা প্রয়াত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের হাত ধরে।