আগামী ১৫ জুন আসন্ন দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ স্বতন্ত্র ৩ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ৪ জনের মনোনয়রপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী সফিউল আযম চৌধুরী লায়ন, সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল প্রধান ও সাবেক গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আব্বাস আরেফীন।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই সভায় উপজেলা নির্বাচন কমিশন এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও রাশিদা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর প্রামাণিক,ওসি কামাল হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন , উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক,প্রাণী সম্পদ অফিসার হুমায়ুন কবির ও ব্যাংক-বীমার প্রতিনিধি ও সাংবাদিকগন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঘোষিত তফসীল অনুযায়ী উপজেলা পরিষদের উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৭ মে, ১৯ মে মনোনয়নপত্র বাছাই ও আগামি ২৩-২৫ মে (সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। ২৬ মে প্রতীক বরাদ্দের মাধ্যমে প্রচারণা শুরু করতে পারবে প্রার্থীরা। এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।
জানা গেছে, উপজেলার ৬ টি ইউনিয়ন নিয়ে খানসামা উপজেলা গঠিত। এতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৮হাজার ৫৬০ জন পুরুষ ও নারী ভোটার ৬৬ হাজার ৫২১ জন।
উল্লেখ্য, খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হাতেম গত এপ্রিল মাসের ২৪ তারিখে শারিরিক অসুস্থতা কারণে মারা গেলে উপ-নির্বাচনের কার্যক্রম শুরু হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।