আকাশ রহমান,স্টাফ রিপোর্টারঃ দলীয় মনোনয়ন না পেয়ে নিজেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন ঠাকুরগাঁওয়ের এক আওয়ামী লীগ নেতা। এ সময় তিনি নিজহাতে কর্মী-সমর্থকদের মিষ্টি খাওয়ান।
শুক্রবার রাত ১১টায় ঢাকা থেকে ফিরেই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শহর চৌরাস্তা মোড়ে ৬নং ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এ ঘোষণা দেন।
এ সময় রফিকুল ইসলাম বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। স্থানীয়ভাবে হওয়া সংক্ষিপ্ত তালিকায় আমার নাম ছিল। এমনকি ঢাকায় পাঠানো তালিকায়ও আমার নাম ছিল। কিন্তু আমাকে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। দলীয় মনোনয়ন না পেলেও স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের সমর্থন আমার প্রতি আছে। যেহেতু জনগণ আমার পাশে আছে, আমাকে তারা ভোট দিতে চায়, তাই আমি নির্বাচন করব। মিষ্টি বিতরণের মাধ্যমে আজ থেকে আমি নিজেকে প্রার্থী ঘোষণা করলাম।’
রফিকুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার ৬নং ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আসন্ন ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে রয়েছে ভানোরসহ বালিয়াডাঙ্গী উপজেলার আটটি ইউনিয়ন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।