মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধি: দৌলতখান উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। শনিবার ভোলা-২ আসনের সাংসদ আলহাজ¦ আলী আজম মুকুল কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এ তথ্য নিশ্চিত করেন ।
উপজেলার ৭ ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন যারা: মদনপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু , মেদুয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মনজুর আলম, চরপাতা ইউনিয়নে কাজল ইসলাম তালুকদার, উত্তরজয়নগর ইউনিয়নে বশির আহমেদ সর্দার, দক্ষিণজয়নগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলমগীর হাওলাদার,চরখলিফা ইউনিয়নের মোঃ শামীম হোসেন, ভবানীপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গোলাম নবী নবু।
এ উপজেলার ৭টি ইউপির চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে ভোলা জেলা আওয়ামীলীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলুসহ জেলার নেতারা ওই ৭ ইউপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডের কাছে পাঠান।
এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ড এ উপজেলার ৭টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর। আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।