আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (রূপরেখা) ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)৷ আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসির যুগ্মসচিব ও জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান।
এর আগে গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান আরজু বলেন, ‘আগামীকাল বেলা ১১টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ অনুষ্ঠানটি হবে।’
উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।