আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর । সেই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ০২ নেকমরদ ইউনিয়ন পরিষদে চলছে ভোটের আমেজ৷ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ডাঃ হামিদুর রহমান, অপরপক্ষে দলীয় সমর্থন না পেয়ে দুই সাবেক চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ।
সাবেক চেয়ারম্যান বর্তমানে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব এনামুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন আনারস প্রতিক ও আবুল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন মোটরসাইকেল প্রতিক নিয়ে।
গতবারের ন্যায় এবারও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোড়া প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী মাকসুদুর রহমান। তবে এতদিন জোটগত তেমন সমর্থন না পেলেও এবারে পুরো দমে বিএনপি থেকে সমর্থন পেয়েছেন তিনি৷ চলমান নির্বাচনে বিএনপির সকল নেতাকর্মী সরাসরি মাঠে থেকে ঘোড়া মার্কার বিজয় নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷
চলতি নির্বাচনে ঘোড়া প্রতিকের বিজয় নিশ্চিত করাতে সকল ধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
আপনি জয় নিয়ে কি আশা করছেন?
এ প্রশ্নের উত্তরে ঘোড়া প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মাকসুদুর রহমান জানান..
আমি গতবারে নির্বাচন করেছি সেবারেও একটি ভাল সাড়া পেয়েছি চলতি নির্বাচনে জনগণ আমার পাশে আছে আগামী ১১ নভেম্বর ঘোড়া মার্কার বিজয় হবে ইনশাআল্লাহ৷
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।