বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য ১নং ওয়ার্ডে (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) সদস্য পদে মোসা. জেসমিন সেলিম আল্পনা বিজয়ী হয়েছেন।

জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ওয়ার্ডটিতে (মধুখালী ১নং ওয়ার্ডে মোট ভোট ১৫৯টি, ২নং ওয়ার্ডে বোয়ালমারী ১৪৬ ভোট, আলফাডাঙ্গা ৩নং ওয়ার্ডে ৯৩ ভোটার রয়েছে।

এর মধ্যে বোয়ালমারীর ১জন ভোটার জেল হাজতে থাকায় ৩৯৭ জন ভোটারের সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

মোসা. জেসমিন সেলিম আল্পনা হরিন প্রতীকে ১৩১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন। আল্পনা মধুখালী পেয়েছেন ৯৬, বোয়ালমারী পেয়েছেন ২৭, আলফাডাঙ্গা পেয়েছেন ৯ ভোট।

মোসা. জেসমিন সেলিম আল্পনার স্বামী মো. নাসির মো. সেলিম বোয়ালমারী উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক। তিনি ময়না ইউনিয়ন থেকে তিন বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নিরাপত্তার দায়িত্বে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ ও আনছার বাহিনীর সদস্য। এই ভোট ইভিএমে অনুষ্ঠিত হয়েছে।