নিজস্ব প্রতিনিধি: আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য সাবেক সফল ছাত্রলীগ নেতা সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রস্তাবকারী, সমর্থনকারী ও দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে বৃহস্পতিবার, ২রা মে বেলা ৩টায় সদর উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ।
সদর উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোঃ রাসেল রানা’র হাতে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ তার মনোনয়নপত্র জমাদেন।
এসময় প্রস্তাবকারী লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এ্যাড. মুস্তাফিজুর রহমান শাহনাওয়াজ, এ্যাড. হুমায়ুন কবির, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এরফান আলী, সদর উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদব সাব্বির হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ ইলিয়াস হোসেন রুবেল, জাকির হোসেন, মিজানুর রহমান প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।