মাগুরা প্রতিনিধিঃ মাগুরার বগিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিতের কারনে সম্মানী না পেয়ে দায়িত্বরতদের ক্ষোভ লক্ষ্য করা গেছে। গত ১১/১১/২০০১ বৃহস্পতিবার মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ভোট গ্রহনের দিন ধার্য ছিল। ১২টি ইউনিয়নের ভোট গ্রহন অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশংসায় ভাসছেন। কিন্তু স্থগিত বগিয়া ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং,

সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের সম্মানি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। খোজ নিয়ে জানা যায়, অন্য ১২ টি ইউনিয়নের মতো বগিয়া ইউনিয়নের নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়,নির্বাচনে ভোট নেওয়ার জন্য আগের দিন বুধবার সকাল ১০টায় তারা মাগুরা আদর্শ কলেজে মাঠে অবস্থান নিয়ে নির্বাচনের সকল মালামাল বুঝে নিয়ে স্ব স্ব কেন্দ্রে ভোট নেওয়ার জন্য সকল কার্যক্রম বুথঘর সাজানো,

মাঠে বাঁশ, সুঁতলি দিয়ে ভোটারদের লাইন ঠিক করা,কোন বুথে কারা ভোট দেবেন সেটা নির্ধারণ করে দেয়াল লিখনসহ সকল কার্যক্রম শেষ হয় । রাত সাড়ে ৮.৩০ ঘটিকার দিকে বিভিন্ন মাধ্যম থেকে খবর আসে বগিয়া ইউপির নির্বাচন সীমানা নিয়ে মামলা কারণে স্থগিত করা হয়েছে। এমন খবর পেয়ে অনেকে কেন্দ্র থেকে বাড়িতে চলে যায়।

এর কিছুক্ষন পর আবার জানানো হয় নির্বাচন হবে। এজন্য সকলকে স্ব স্ব কেন্দ্রে ফিরে যেতে বলা হয়। একবার খবর আসে হবে আবার হবেনা,এভাবে গভীর রাত পর্যন্ত চলে নানা গুণজন। এতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পড়ে যায় বিপাকে। এভাবে দায়িত্ব প্রাপ্তরা সকাল পর্যন্ত কেন্দ্রে অবস্থান করে।সকাল ৭.০০ টার সময় উপজেল নির্বাচন অফিস থেকে তাদের জানানো হয় নির্বাচন হচ্ছে না।

আপনারা অফিসে এসে মালামাল বুঝে দিয়ে যান।সকালে স্থগিত হওয়া বগিয়া ইউনিয়নের ৯টি কেন্দ্রের মালামাল বুঝে নেওয়ার সময় প্রিজাইডিং অফিসারের নিকট থেকে সম্মানির টাকাও নিয়ে নেন। পরবর্তীতে সম্মানী চাইলে অফিস থেকে আলোচনা করে যেটা হয় সেটা আপনাদের দেওয়া হবে বলে জানান। পরদিন শনিবার তাদেরকে জানানো হয়,ভোট গ্রহণ না হওয়ায় কোন সম্মানি দেওয়া হবেনা।

এতে করে তারা ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে মাগুরা সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, যেহেতু ভোট হয়নি সেহেতু তাদের কোন সম্মানির টাকা দেওয়া হবে না। যারা কেন্দ্রে অবস্থান করেছেন তারা লিখিত দিলে অফিসে আলোচনা করে তাদের আসা-যাওয়া, থাকা,খাওয়া ইত্যাদি খরচের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।