মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় সংরক্ষিত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে ৩য় লিঙ্গের কোকিলা।
জানা যায়, শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে তৃতীয় লিঙ্গের কোকিলা খাতুন বক প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২১১২ টি। নিকটতম প্রতিদ্বন্দী হিসেবে রত্না বেগম মাইক প্রতিকে পেয়েছেন ১২৪৬টি ভোট।
বিজয়ী হওয়ার পর অভিব্যক্তিতে প্রথমেই ওয়ার্ড বাসীকে ধন্যবাদ জানিয়েছেন।বিশেষ করে যাঁরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।এ সময় তিনি আরও বলেন,আমি তৃতীয় লিঙ্গের মানুষ, তারপরও ওয়ার্ড বাসী আমাকে ভোট দিয়েছেন। আমার স্বামী -সন্তান কেউ নেই। আমার কোন সংসার নেই,আমার কোন পিছু টান নেই। j j
j./আমি তৃতীয় লিঙ্গের মানুষ হলেও প্রতিদ্বন্দী প্রার্থী থেকে ৮৬৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছি। আমি আমার সুখ-দুঃখ জনগনের সাথে ভাগ করে নিতে চাই।আমি ইউনিয়ন পরিষদ থেকে যা পাব সবই জনগনের মাঝে ভাগ করে দিতে চাই।আমি সারাজীবন জনগনের পাশে থাকতে চাই।আমার ওয়ার্ডের জনগনকে আবারও ধন্যবাদ দিয়ে বলতে চাই আমাকে আপনারা নির্বাচিত করেছেন, আপনাদের বিপদে-আপদে সব সময় থাকতে চাই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।