বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : সকালে কুয়াশায় ঢাকা থাকলেও ফরিদপুরের আলফাডাঙ্গায় পৌরসভা-ইউপি নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। পুরুষদের চেয়ে মহিলা ভোটার সকাল সকাল ভোট দিতে আসায় মহিলাদের লাইন দীর্ঘ ছিলো।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ভোট শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচনে পৌরসভার চেয়ে তিনটি ইউনিয়নে ভোটার উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। তবে সকালে ভোটার উপস্থিতি বেশি থাকলেও দুপুরে ভোটার উপস্থিতি পৌরসভার কোন কোন কেন্দ্রে শূন্যই বলে চলে।

পৌরসভার দুপুর আড়াইটায় ২ নম্বর আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি লাইনে দুই-চারজন দেখা যায়। সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা বলেছেন এখানে দ্রুত ভোট কাষ্টিং হচ্ছে বিধায় লাইন দীর্ঘ নাই। ওই সময় পর্যন্ত এ কেন্দ্রে ৯৬৪ ভোটের মধ্যে ৫৬% ভাগ ভোট পড়েছে। এ কেন্দ্রের বুথে সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসারদের বসে থাকতে দেখা গেছে।

বিকেলে হইতো পুরুষ ভোটারের উপস্থিতি বেশি থাকতে পারে বলে জানান নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এখন পর্যন্ত কোন কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনার কোন খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোটগ্রহণ চলছে।

নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আলফাডাঙ্গা পৌরসভা, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন, বুড়াইচ ইউনিয়ন ও গোপালপুর ভোট গ্রহণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আলফাডাঙ্গা পৌরসভাতে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে তিনটি (আলফাডাঙ্গা, গোপালপুর ও বুড়াইচ) ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৫ জন এবং সাধারণ সদস্য পদে ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।আলফাডাঙ্গা পৌরসভা ও তিনটি ইউনিয়নে মোট ৩৬ টি ভোট কেন্দ্রের ১৬৮টি ভোটকক্ষে ৫১ হাজার ৫শত ১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ ভাবে চলছে। আলফাডাঙ্গা পৌরসভার ৯টি কেন্দ্রে ৯জন ও তিনটি ইউনিয়নে ১২ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ঠিক রাখতে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছেন।