আশিক মিনা, গোপালগঞ্জ প্রতিনিধি: আসন্ন ১৫-ই জুন গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা নির্বাচনে ভরাডুবি গেছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আতিকুর রহমান মিয়ার। মাত্র ৬০৪ ভোট পেয়ে ৫ প্রতিদ্বন্দ্বীর সবার পেছনে রয়েছেন তিনি। বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আশরাফুল আলম(শিমুল) জগ প্রতীক নিয়ে। তিনি পেয়েছেন ৬ হাজার ১৫৪ ভোট।
বুধবার মুকসুদপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ আলাউদ্দিন আল (মামুন) সন্ধ্যায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম (শিমুল) এর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী মহাসিন খেপু মিয়া, মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৫৩৩ ভোট। মোঃ সাদ্দাম করিম (চামচ) প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪৪৯ ভোট, সাইফ উদ্দীন সরকার (নারিকেল গাছ) পেয়েছেন ১ হাজার ৩২৩ ভোট।
মুকসুদপুর পৌরসভায় মোট পাঁচজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মো: আতিকুর রহমান মিয়া (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল (জগ), স্বতন্ত্র প্রার্থী মো: আহাজ্জাদ মাহসিন খিপু (মোবাইল), মো: সাদ্দাদ করিম (চামচ), সাইফ উদ্দীন সরদার (নারিকেল গাছ)।
রিটার্নিং অফিসার মো: আলাউদ্দীন আল মামুন জানান, মুকসুদপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৬২৭ জন। পুরুষ ভোটার আট হাজার ৭৮৪ জন এবং নারী ভোটার আট হাজার ৮৪৩ জন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।